"ভাবনার আপেক্ষিকতা"


©️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র
       তারিখ : ২৪/১০/২২ ইং
~~~~~~~~~~~~~~~
একই বিষয়ে সবার কি একই রকম অনুভূতি হয়?
কখনোই তা সম্ভব নয়!
ব্যক্তি বিশেষে, পরিস্থিতি অনুসারে -
চিন্তিত হয় বিভিন্নভাবে, ভিন্ন ভিন্ন ব্যক্তি বিশেষে!!


একই বৃষ্টিধারা -
বিভিন্ন ভাবে প্রতিভাত হয় বিভিন্ন জনের কাছে!
বাঞ্ছিত হয় বিচিত্রধারায়!
কেউ তৃষিত হয়ে আকুলভাবে প্রার্থনা করে -
একবিন্দু স্ফটিক বারি চাতকসম!
মরুভূমিতে প্রাণসঞ্চারণের কারণ-বৃষ্টি,আশীর্বাদদায়ক!


আবার কারও কাছে এই একই বৃষ্টিই বিরক্তিকর -
অপ্রয়োজনীয়, দুর্ভাগ্যজনক ও অবাঞ্ছিত!
কেউবা আনন্দিত হয়, উল্লাসে মাতে বৃষ্টিতে!
পরশ্রীকাতর কিছু সংখ্যক বিচিত্র লোক সুখ পায় -
বৃষ্টিতে অন্যের সমূহ ক্ষতিসাধনে!
দিনমজুর, শ্রমিক,রিক্সা চালকের কাছে অনাকাঙ্ক্ষিত!
ধনকুবের বৃষ্টিকে আমোদেের উৎস হিসেবে ধরে -
বৃষ্টিকে করে বিভিন্ন মাত্রায় উৎযাপন!


ভাবুক কবির কাব্যরচনায় রসদ যোগায় বৃষ্টি!
তান্ত্রিক-যোগী বৃষ্টির মধ্যে করে যোগসাধনা!!


শ্রমিকরা প্রতিকূল পরিবেশে উপার্জনে ব্যর্থ!
অভিজাত শ্রেণিরা বৃষ্টিতে ঘটায় মহা কাচ্চিকাণ্ড!!
বস্তির কুঁড়েঘর হয় বৃষ্টিতে প্লাবিত -
দালানের লোকেরা ব্যালকনিতে দাঁড়িয়ে -
হাত বাড়িয়ে অনুভব করে শখের বসে একটু বৃষ্টিস্পর্শ!


একই বৃষ্টি আহুত হয় নানান ভাবে!
দেশ-কাল-পাত্র অনুসারে বিভিন্নরূপে আদৃত হয়!!
একজনের কাছে সুখের অভিজ্ঞতা!
আরেক জনের নিকট ব্যাপক অযাচিত!


পৃথিবীর প্রত্যকটি বিষয়ই ব্যক্তিসাপেক্ষে আপেক্ষিক!