চাঁদের সাথে জোনাকের হয় কি তুলনা ?।


তবু এক রাতে চাঁদ ডেকে বলে জোনাকিরে ,


মিটিমিটি আলোতে কি আঁধার ঘোচে ?


জোনাকি বলে , প্রশ্ন কর নি মিছে
চাঁদ ভাই তুমি এত আলো পেলে
তবু তোমার ঘরে আঁধার না ঘোচে !


চাঁদ বলে অট্ট হেসে
এতো নয় আঁধার
এ ছায়া ,আমার নিজের ।


জোনাক বলে মুচকি হেসে
নিজের আঁধার ঘোচাও তবে
পরে না হয় বল মোরে ।


জান কি চাঁদ ভাই ?
যে আলো মিটিমিটি জ্বলে
মোর পুছে
এ আলো মোর নিজের আলো
ধার নয় মোটে !


আমি জ্বলি সন্ধ্যা হতে
তুমি যখন লুকাও তিমির রাতে।