আমি যুদ্ধ দেখিনি


দেখেছি'৭১
সর্বহারা নারীর লুণ্ঠিত ইজ্জত দেখেছি।
দেখেছি হায়েনার বুটের নীচে
অবুঝ শিশুর জীবন;
উদ্দীপনায় তেজদ্দীপ্ত
ভাইয়ের নীরিহ লাশ,
ভাই হারিয়ে বোনের
আকাশ ফাটা ক্রন্দন!


যুদ্ধে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধার
চোখের পালকের নীচে
যুদ্ধের পটভূমি দেখেছি!


আজও গর্জে ওঠে কোনো
  স্ট্যানগান,মেশিনগান
ঝাঁঝরা করে হানাদারের বুক
কেঁপে ওঠে হঠাৎ উল্লাসে,
বলে জয় বাংলা -জয় বাংলা,
কখনও বুক ফেটে আসে আর্তনাদ!


আমি যুদ্ধ দেখিনি ,
দেখেছি সরভারা ভাংালি,
নিবাস ফেলে,
পার্শ্বদেশে পলায়নের প্রামাণ্যচিত্র!


দেখেছি 'গেরিলা' চলচ্চিত্র
'ওরা ১১জন', 'আবার তোরা মানুষ হ '
পড়েছি 'জাহানারা ইমামের ৭১ এর দিন গুলো '
সাক্ষ্য দলিলে লেগে আছে ৭১ এর লাল ছোপ,
রক্তের আলপনা,
বুকের বা'পাশের চিনচিন ব্যথা!


আমি তাই আপন মনে যুদ্ধ রচনা করি
টগবগে রক্ত যুদ্ধে নামে শিরার ভিতর
যেন আমি রণাঙ্গনে আছি,
বুলেটের আঘাতে চিহ্ন ভিন্ন করি
নরপশুদের মুণ্ডু;
বোনের নরম গালে
ঐ নরপিশাচের হাত আমি
এক মোচড়ে ভেঙ্গে করি চুরমার,
গালের চড়ে খসে পড়ে ছাপোষা রাজাকারের দাঁত
ফিনকি দিয়ে রক্ত ছুটে;
আমি উল্লাসে কেঁপে ওঠি !