বিবাগী মন ,
তোর কী রে মেঘের উপর বাড়ি ?
তুই এত উড়ো উড়ো করিস কেন ?
দুরু দুরু কাঁপিস কেন ?
তুই কী রে মোর টুনটুনি পাখি ?


তুই মেঘে মেঘে থাকিস কেন ?
দিক্-অন্তে হারাস কেন ?
ডাকলে ফিরিস না !


তুই কী আমার ফাগুণ মাসের কোকিল ?
ক'দিন কেবল থাকিস ঘরে
বছর জুড়ে থাকিস পরে পরে !


মাঝে মাঝে আসিস ফিরে
ছটর ফটর করিস
চড়ূই পাখির মত
ধরতে চাইলে থাকিস দূরে
তোরই ইচ্ছেমত ।


তুই কী পাখনা মেলা ঘোড়া ?
শুন্যে মেলিস ডানা ?
আমি কেবল দুচোখ মেলে দেখি
আমার হৃদ-প্রকোষ্টে তোর যে একটা বাড়ি
ভুলে গেছিস নাকি ?


মনকে আমার ভয় দেখিয়ে বলি ,
মন , তুই যতই উড়িস ,য-ত-ই উড়িস
নাটাই সুতো ছিড়তে কি আর পারিস ?


তবু বলি ,আমি তোকে দেব ছুটি
তুই আমায় সঙ্গে রাখিস যদি
আমার বড় ইচ্ছে করে
তোর দুটি ডানা ধরে
জগত জুড়ে উড়ি !!