সন্ধ্যাবাতি নিভিয়ে দিয়ে
আমি এক নিখাঁদ সুখ মাখি
সাঁঝের বেলায় জোনাক ভেলায়
আমি একাকি ভাসি !


এ যেনো মহাজাগতিক ছায়া
আমার জানলা বেয়ে নামে রোজ ,
আমি তখন মুগ্ধ পদ্মাবতী !


নৈশব্দ নীরবতায় ডুব দিয়ে ভাবি ,
এ কোন অচিন শহর
কোন অচিন মায়াবতী !