এখানে ,
নদী জলে ভাসে প্রেম
স্থলে ভাসে সুখ
শিশিরে স্বপ্ন ভাসে
ঊর্বশী নীলিমীয় ভাসে
মায়াবি দুচোখ ।


গোধূলীর রঙে মন
রচে স্বর্গের নীড়
সন্ধ্যার প্রীতিডোরে
বাড়ে জোনাকের ভীড় ।


ঝর্ণার চঞ্চল ধারা
ধায় উচ্ছ্বল বেগে
মৃত পাথর জেগে ওঠে
অচীন সুখ মেখে ;
বিহ্বল আবেগে সে নাচে
আকাশে বাতাসে
কত না সুর ভাসে !


মিলনের বাঁশি বাজে
দূরে পলাশ বনে কোকিল গানে
প্রণয় বাণে ত্বরিতে বসন্ত আসে ,
মাতাল হাওয়ায় চাঁদের দুলকি
বেসামাল আলো ঢালে ।

প্রেমের বাঁশিওয়ালা
নিশীথপূর্ণিমা রাতে
নির্জনে বসে ডাকে !
সেই ডাকে সাড়া দিয়ে
গৃহত্যাগী যায় কোথায়
কোন অচীনে কে তা জানে !