এ কালের মেয়ে গুলি
ঠোটটাকে উল্টিয়ে মুখটাকে ভেঙচিয়ে
কাকে যেন জোড়ে ধরে মারে এক পাপ্পি
ওম্মা ,এটা নাকি সেলফি !


মেয়েগুলি বড্ড নির্লজ্জ
অঙ্গভঙ্গিতে ভাসে তা স্পষ্ট ।
মা-বাবা , কী শেখায়,জানি না
ধর্মের কথা তারা শোনে না
সব কিছু নিয়ে করে তামাশা ।


তারা নিজেকে ভাবে স্মার্ট
পরে টাইট জিন্স ছোট শার্ট
উড়না এক যন্ত্রণা
পরলেও শরীরে থাকে না ।


বিয়ে টিয়ের ব্যাপারে
তারা খুবই সচেতন
আগে জেনে নেয় -
কত পাত্রের বেতন ?
পাত্র কি সুদর্শন ?
নিজের চেহারা যতই হউক
বাংলা পঞ্চের মতন ,
ফাঁকে ফাঁকে ইয়ে করে
ডজন ডজন ।


তাছাড়া খোঁজ নেয়-
অঢেল টাকা ,বাড়ি গাড়ি আছে কি?
পাত্রের মা কি এখনও মরেনি ?
কেউ যদি না রয় ,শূন্য ঘর হয় ,
তবেতো মহাসুখ ,মহাসন্তুষ্টি !


থাকে যদি মা ঘরে -
বোঝা তারা মন করে
ছেলেও তা মেনে নেয় ,
বউ এসে  ছেলেটার
চোখ কান খোলে দেয় !