হাত দিয়ে যা যায় না ধরা
মন দিয়ে তা ছুঁ'তে হয় !


যে ঠিকানায় যায় না যাওয়া
মনের পাখায় যেতে হয়
স্ব-শরীরে হয়না বলে-ই
মন বাড়িয়ে ইচ্ছে ছোঁয় !


মন দিয়ে তাই আকাশ ধরি
পাড়ি দিই ওই নীল সাগর ।
ওই নীলে ঘেঁষা শঙ্খচিলে
ঘুরে বেড়াই সাত সাগর । ।


মনের বাড়ি যাই
ইচ্ছে হতেই ,
ধূধূ বাতাস ডানায় দিল ঠাঁই
সেখানে এক নদীর দেখা পাই
তার পাড়েতেই মনের বাড়ি
মন-তরী ভাসিয়ে দিলাম তাই !


সেই বাড়িতে আমি একলা
একা একা থাকি
ইচ্ছে হলে , নিজের সাথে
নিজেই পুতুল খেলি
ইচ্ছে হলে , খেলা-শেষে
ভাঙি খেলার হাড়ি
খেলা ভেঙে হাল ছেড়ে ওই
অচিনে দিই পাড়ি !


সেই বাড়িটির কাদা-মাটির কায়া
তৃণ দিয়ে ছাউনি ছাওয়া
তার দিগন্তে অকূল-মেঘের ছায়া
মায়া যে তার অঙ্গ জুড়ে
পরাণে তার  ভালোবাসার মেলা ।


সেই বাড়িটি সোনা-রোদ
আর শিশির জলে ভরা
ঘাসে ঘাসে সোনা ফড়িঙ
সবুজ রঙের হাওয়া !