কে যে আমার ঘর বানালো
আমায় বন্দী করে রাখছে!  


আমি যে এক আউলা বাউল
সে খবর কে রাখছে !
ভাঙতে হবে বদ্ধ শিখল
মুক্তি আমায় ডাকছে !


পথের মাঝে পথ হারাতে
মনটা ভীষণ টানছে !
আমি যেন কাঠের নৌকো
গুন ধরে কেউ টানছে !


মনটা আমার উড়নচণ্ডী
ভুল পথেতে ঘুরছে!
পাহাড় থেকে ঝর্ণা হয়ে
নদীর স্রোতে পড়ছে
এ গাও ছেড়ে ও গাও করে
  নিরুদ্দেশে ভাসছে!



সাগর জলে ভেসে থেকে
শঙ্খ পাখায় উড়ছে
জলের ভেতর বসত গড়ে
আপন সুখে হাসছে!


পূর্ণিমা চাঁদ হাসে যখন
খিল দেয় তার ঘরে !
একা একা হাটে তখন
আলেয়ার হাত ধরে  
কোন অচীনে হারায় কখন
নিজেও না জানে
মনটা কেবল হারিয়ে যায়
দূরের কোন টানে!