ঐ দেখ নাফ নদী
দুটি তার কূল ;
এপারেতে ফোটে
ভালবাসার ফুল
ওপারেতে দাউদাউ
জ্বলে হিংসার আগুন !


মানবতা ;
এক আজব কৌতুক
সুচি  দিল বোঝায়ে!
মানবতা পড়িল লুটায়ে
অং সান সু চির পায়ে
শান্তির পতাকা লয়ে
সে ঘৃণ্য ভেঙচি কাটে  !
একদিন মানবতা খেলেছিল
তার চোখে মুখে;
এবার দানবতা তার ইশারায়
উলঙ্গ হয়ে নাচে !



সুচিজীর বড় অশুচি মন
তার নোবেলকে রইল না তো মান ।
অবাক হয়ে ভাবে সবে
- সূচির এ কেমন আচরণ
মানবতার সনে করে প্রতারণ ?


অবাক বিশ্ব  - হল সবাক
দেখে ,বাংলার বিশাল হৃদয় !
ছোট বাংলা , উদার ভীষণ
ভালবাসতে নয়তো কৃপণ ।