এসো নিশি পূর্ণিমাতে
নব বসন্তের দিনে
বিজন বনের ধারে
ঢেউগুলো যবে
সোনালী রঙ মাখে
ঘাসেরা যখন সাজে  মালতী বদনে
বসো মোর পাশে ,
মোর আঁচল পেতে
সাজিয়ে দেব হৃদয় ফুলে ।


শিমূলের বনে যদি ডাকে কোকিল কুহুতানে
খোঁজ না তারে ,কানপেতে শোন
কী মধু মাখা আবেশে ডাকে উদাসে বেলা-অবেলাতে !


ধর দুটি হাত আপন করে
কথা নেই কোন প্রয়োজন
যেথা নিসর্গ কথা কয় -
ফাগুণের বাতাসে পূর্ণিমার আলোতে
যে কথা আছে লুকিয়ে শিশিরে
সিক্ত ঘাসে সবুজ পাতার ভাজে সে মায়া আজ
কুড়াবো দুজনে আপন মনে ।


আর কী -ই বা আছে প্রয়োজন ,
যেখানে ছড়িয়ে এত সুর এত প্রাণ
হেঁটে হেঁটে চাঁদের পানে
হারিয়ে যাব মহাকালের অন্তহীন পথে
গেয়ে যাব গান হৃদয়ের একতারে


''ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি ...''