স্বাধীনতা নয় কেবল চারটি বর্ণের জোড়া
এ যেন হৃদপিন্ডের চারটি প্রকোস্ট
এই প্রকোস্ট জুড়ে আছে লেখা ;
বাঙালির শোষণের ইতিকথা
আমার ভাইয়ের শার্টটি রক্তে রাঙা !


রয়েছে দীর্ঘ ত্যাগ আর তীতিক্ষার কন্ঠকমালা
শাসনের অক্টোপাস ,শোষণের নাগপাশ যা ;
হয়নি সহজে ছেঁড়া
স্বাধীনতা হয়নি সহজে পাওয়া !


স্বাধীনতা শব্দটিকে আপন করে পাওয়ার জন্যে
উৎসর্গ হল ৩০ লক্ষ তাজা প্রাণ
২৫ মার্চ রাতের অন্ধকারে
বাংলার ঘর হল শ্মশান ,
বোনের ইজ্জত লুট হল
মা আমার নিঃস্ব হল
বাংলা  হল রণক্ষেত্র ;
৭ কোটি বাঙালির সুখের প্রদীপ
হারিয়ে গেল !


২৬ শে মার্চ মধ্য রাতে এক ভরাট কন্ঠে
স্বাধীনতার ঘোষণা এল ;
তারও আগে ৭ই মার্চে এক কবিতা আবৃত্তি হল
স্বরচিত কবিতা--''রক্ত যখন দিয়েছি ,রক্ত আরো দিব
দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ ।''
উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ল জনতা,সেই অমিয় ডাকে !


তারপর ছিনিয়ে আনল স্বাধীনতা
এক সাগর রক্তের বিনিময়ে ;
আকাশে আমাদের সূর্য উদিত হল
আপন হয়ে পতাকা উড়ল পতপত
আমরা স্বাধীন হলাম
৯টি মাস যেন ৯শ বছরে শেষ হল !


এ স্বাধীনতা হয়নি সহজে পাওয়া
এ স্বাধীনতা অনেক দামে কেনা !


এ 'স্বাধীনতা' অভিধানের শুধুই একটি শব্দ না !
এটি রক্তের কাঁপন ,বাঙ্গালীর প্রেরণা
শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে শেখা
বুকে বুলেট ,তবু দৃপ্ত পদে এগিয়ে যাওয়া !


এ স্বাধীনতা মানে -বন্দি খাঁচা ভেঙে ফেলা
নীল আকাশে উড়ে বেড়াই
আমি  মুক্ত বলাকা ;
আমি মেঘে মেঘে বলি মনের কথা
আমার আর নেইতো কোন বাঁধা ।।