বন্ধু এসো ,
এসো আমার ঘরে গল্প করব সারা সকাল
দুপুর যাবে ,গড়িয়ে সূর্য অস্ত যাবে


পদ্মপাতে বসে বসে
বলব আমার জীবনের সাত কাহন
শুনে তোমার মুখে লাগবে
আঁধার রাতের গহন।


কত কথা জমা আছে হৃদয় কুঠরে
পথ চলাতে এই জীবনে ঘটে কত কিযে !
বলব যত দুঃখ দহনের কথন


জীবনের ঘাটে কত ব্যথা
কত যাতনা সয়ে গেছি যে !


এখন দেখি আকাশের বুকে তারা
হাসে বিশ্বাসের আশ্বাস নিয়ে
চাঁদ ওঠে আমার দহনের জ্বালা
আপন ভেলায় ভাসিয়ে নিতে
ভোরের সূর্য ঝিকিমিকি করে
পরানের গহন কালো ঘুচে দিতে ।


বিধার কাছে করি কৃজ্ঞতা জ্ঞাপন
করছিলে সাজার আয়োজন
তবুও তো দিয়েছ অপরূপ জীবন
এখানে নদী বয়ে যায় কুলকুল
সবুজ প্রান্তরে ছড়ানো মায়ার স্বপন
দিয়েছ উপহার ভালবাসার বাঁধন ।