তুমি যদি কাজলা বিলের
পদ্মপাতা হতে
আমি হতেম ঝলমলে, এক বিন্দু শিশির ।
তুমি যদি হতে জলডাঙার ভ্রমর
আমি হতেম স্বপন ডাঙার ফুল ,
শুভ্র শিশির মেখে রোজ প্রভাতে
ভাসতো আমার মনের বৃন্দাবন।


তুমি যদি হতে অচিন পালের পবন
তবে আমি কল্পডানায় ভাসতে ভাসতে
তোমার ভুবন ডাঙায় ভিড়িয়ে দিতাম
আমার অবুঝ নায়ের নোঙর ।


তুমি যদি হতে
হেমন্তের শিউলী ফোটা সকাল
তবে আমি হতেম
কুয়াশার ধূপছায়া আঁধার
তোমার শিউলী রঙা সকাল
আমার কুহলিকার আঁধার
মিলেমিশে হত একাকার ।


তুমি যদি হতে নদী
অকূল পাথার বিশাল জলরাশি
আমি তবে আঁধার রাতের চাঁদ
হয়ে তোমার বুকে এঁকে দিতাম
জলতরঙ্গে সুখের আলিঙ্গন ।


তুমি যদি আকাশ হতে সুনীল
আমি তবে রঙধনু মেঘ হয়ে
তোমার বুকের গহন মাঝে
ভেসে ভেসে ক্লান্তি শেষে
স্থির হয়ে ঘুমাতাম আজীবন ।