আজ আমি এসেছি তোমারই কাছে
বহু বন্ধুর পথ পেরিয়ে কাঁটাতারে বেড়া এড়িয়ে
এক বিন্দু শিশির ব্যবধানে আছি দাঁড়িয়ে
তবু মনে হয় রয়েছি এক অথৈ সাগরে ।


দেখেছি চাতকিনীর তৃষ্ণার্ত চোখে
রাঙিয়ে সকাল শিউলী ফোটে
কত বসন্তে কোকিল ওঠেছিল ডেকে
ভেসেছিল আশা গোধূলির সাজে
জ্যোৎস্নার ঢেউ বাঁধ ভেঙেছিল
মাটির প্রদীপ নিবু নিবু জ্বলেছিল
তবু আমার মনের বাঁধ ভাঙেনি
আকাশের তারারা আমায় নিরাশ করেনি ।


আমি ধ্রুব তারাকে মেনেছি পাঞ্জেরী
তাইতো পথেও পথ হারাইনি ।


আঁধারের মালয় সাগর পেরিয়ে
আজ আমি বনলতার মত মখোমুখি বসেছি তোমার
এটুকু চাওয়া-পাওয়ার জন্য
হাজার বছর ধরে আমিও পথ চলেছি পৃথিবীর পথে
এই বিম্ভিসার ধূসর জগতে দুদণ্ড শান্তির খোঁজে ।


জানি আজ নতুন সূর্য উদিত হবে
তবু সংশয় মনে
ব্যবধানের শিশির টুকু উধাও হবে তো ?
কাতর সূর্য-রশ্মি মিশে
একাকার হবে তো ঘাসের পাতে ?
আজ যাক না সব দুরত্ব গোছে !
উড়ে যাক সব ব্যবধান না ফেরার দেশে ।