বাংলা তুমি আমার সুখের আরশি নগর
প্রাণের গভীর গহনে তোমার ঘর
তুমি আমার স্বপ্নে আঁকা নকশীকাঁথা
অনন্ত ভালবাসার অন্তহীন পথচলা ।


তুমি আমার অসমাপ্ত কবিতা
নরম পলিমাটি দিয়ে গড়া
কখনও হৃদয় ছোঁয়া মেঠোপথ
কখনও সে পথ পিছডালা
তুমি অল-গলি রাজপথ
মায়াবী পথিকের বটছায়া।


তুমি সবুজ জমিন
সিঁথিপাতা সরু আ'ল
কাদা পায়ে সীমাহীন সুখে
আমার হেঁটে যাওয়া
তুমি মাঠের পরে মাঠ
দিগন্ত খোঁজে পাওয়া ।
তুমি প্রান্তরে বয়ে যাওয়া
আঁকাবাঁকা নিঃসীম নদী
এলোমেলো উদাসী হাওয়া ।


তুমি বদ্ধ-দুপুর পদ্ম-পুকুর
তাজা ফুলের ঘ্রাণ
আমার হৃদয় ভরে নেওয়া
তুমি সাত সকালে পাখির কলতান
আমার হারিয়ে যাওয়া ।


তুমি হেমন্তের সোনাধান
সবুজ ফসলের ডালা
ঘাসের বুকে ঝলমলে শিশির
শিউলী ফুলের মালা
তুমি শরতের স্নিগ্ধ আকাশ
শুভ্র মেঘের ভেলা ।


তুমি শীত কুয়াশার ফুল
মিষ্টি খেজুরের রস
ধূপছায়া নীরবতা
তুমি অবারিত নীলাচলে
তিড়িবিড়ি মরিচীকা ।


তুমি বসন্ত-কোকিলের গান
মাটির সোঁদা ঘ্রাণ
রাখালের বাঁশি
কিশোরীর হাসি
উথলা দক্ষিণ হাওয়া
তুমি শ্যামলিমার কোমল ছোঁয়া ।


তুমি বাউলের একতারা
পথে পথে সুর ছড়িয়ে
হৃদয় জুড়িয়ে নেওয়া
তুমি মাঝির ভাটিয়ালী সুর
ছলছল পালতোলা নাও
অজানায় হারিয়ে যাওয়া ।


তুমি ফেলে আসা দিন
আমার দুরন্ত ছেলে বেলা
তুমি আমার মায়ের আঁচল
সকল সুখের বায়না
তুমি আমার জন্মভুমি
সাত জনমের পাওনা ।