এক বিমূর্ত পৃথিবী
ঝিঁঝিঁ ডাকা নিস্তরঙ্গ রাত ।
একলা আমি
জারুলের গাছ পাশ ঘেঁষে
নিথর-স্পন্দনহীন ।


সম্মুখে দৃষ্টি, রুপালী চাঁদ
নীলাভ আলোয় মৃয়মান
অকুল পাথার,কুলহীন নদী
বুকে তরী ,ধীরগতি
পালে পবন গতিহীন
জলে বিচ্ছুরিত আলো
চোখ জলসে ওঠে না।


মর্মরে ওঠে পাতার ধ্বনি
নিস্তব্ধ প্রকৃতি
জীবম্মৃত আমি
অপেক্ষারত নিরন্তর পথ চলার ।
এক প্রত্যাশার ভেলায়
চেপে বসে আছি
কোথায় আছি ,কোথায় যাবো ?
ঠিকানা ? জানা নাই
শুধু জানি যেতে চাই !
চাওয়া -এতো শুধু-ই চেয়ে যাওয়া
পাওয়া-সেতো অনন্ত পথে এগিয়ে যাওয়া ।


এক স্তব্ধ-গতিহীন পৃথিবীর
এক বিমূর্ত পথিক আমি !
নাকি
কোন পরাবাস্তব পথে এগিয়ে চলেছি
আমার জানা নেই ।।