কেন ভালবাসে মন
শুধু অনুভবে পাই তারে !
নিভৃত রাতে একাকী কেঁদে ওঠে
মোর মৃণ্ময়ী মন ;
তারে না পাওয়ার শোকে
মিনতী করে জ্যোৎস্নার কাছে
তোর মত সে কী আসতে
পারে না নেমে মোর শিথানের পাড়ে ।


মাঝে মাঝে হারাই আমি কী পরাবাস্তবে ;
নাকি হয়ে যাই স্বপন সঞ্চারিণী
কেন আকাশ কুসুম ভাবি !
তারে ছুঁয়ে পেতে ইচ্ছে কেন করে
সে কেন হারায় দূরে  
সন্ধ্যার মেঘমালার মতন
ভালবাসার আবেশ ছড়িয়ে !


যারে ভালবাসা যায় বলে ভেবেছি
সে আছে মোর হৃদয় কুঠরে
যার ছবি আঁকি না স্বপনে
সে ঘুরে মোর দ্বারে।


যে থাকে সমুখে
তারে দেখি না দু'চোখে
যার নেই কোন আকার
তারে দেখি চোখের আরশিতে ।