বসন্ত আসেনি এই নীরস শহরে
তবু ফাগুন এসে রাঙিয়ে গেল মন ।
শিমূলের ফুল ফুটেনি পথের ধারে
তবু হৃদয়ে ফুটেছিল পলাশ শিমূল ।


আজি মধুকর বসেছিনু বাতায়নে
মধু হয়নি পান
হৃদয়ে অভিমান ।
তবু শহুরে কবি শুনিয়ে দিল মন্ত্র
'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ।''


তবু পিয়াসী হৃদয় বসন্ত খুঁজে বেড়ায়  
পথে যেতে যেতে উদাস বাসনায়
ওই দূর গায়ে তারে পায়
অবারিত সীমান্ত সেথায়
পলাশ শিমুল ডাকে ইশারায়  
বসন্তের কানে মন কী যে বলিতে চায়  ;
কোকিলের কুহুতানে মন হারায় কোন সীমানায়  ।


সেথায় কলকল নদী বয়ে যায়
অবারিত  রঙে হৃদয়ের বাঁধ ভেঙে যায়
ফাগুন হাওয়া হৃদ। ছুয়ে গুনগুনিয়ে গায়
'আজি বসন্তে এতো ফুল ফুটে
এতো পাখি গায়.....।''