দুর্নীতির কথা শুনলে আমার
হ্রদয় থমকে ওঠে__
বাঙ্গালিকে মনে হয় বড় দুর্বল
অশ্রু আখিতে জোঠে।


শোন হে,বীর পুত্রগন
কোথায় তোমরা আজ--
আমি এসেছি তোমরাও এসো,
তারাতে দুর্নীতি বাজ।


কন্ঠে তোল বজ্রধ্বনি,
হাতে নাও আরো লাঠি--
সংগ্রাম করে মুক্ত করবো
সোনার বাংলা মাটি।


ওহে বাঙ্গালি রাগীনিগন
হাতে তোল বটি দা--
ঝাড়ু দিয়ে পরিষ্কার কর
দাও আরো শত ঘা।


কোথায় হে তাজা রক্তজবা
যৌবনের তরুণ তরুনী--
দুর্নীতি তে পুরতেছে
এই হেম সুন্দর ধরনী।


কোথায় বসে জপছে মালা,
গায় যারা ধর্মের গান--
সংগ্রাম চলছে দুর্নীতির বিরুদ্ধে
কোথায় তোদের দান?


শোন হে বাংলার মানুষ
যথ আছো নর নারী--
দুর্নীতির বংশ করতে ধ্বংশ
হাতে তোল তরবারি।