রক্তে কেনা এই বাংলাদেশে
দুর্নীতি আজ করছে বাস-
ভোগের তরে দেশে তারা
আনছে ডেকে সর্বনাশ ।


সৎ কাজ করতে তাদের
ভরেনা যেন হৃদয় মন-
বিলাসিতার তরে দরকার
পাহার সমান কালো ধন।


মিথ্যা কথা বলতেছে হায়
চায়না সত্য বলতে-
আদর্শ মহান মানুষ হয়ে
সৎ পথে চায়না চলতে।


পন্যে দেখো মিশ্রণ ঘটায়
দিয়ে কত ভেজাল-
কালো টাকায় অট্রালিকা
পদ মানদের আর কতকাল।


কারা করছে দুর্ননীতি
সহজে যায় কি চেনা-
আসুন সবাই দুর্নীতিবাজদের
অন্তর থেকে করি ঘৃনা।


দুর্নীতিকে এই বাংলা হতে
করতে হবে দুর-
এর তরে চাই সততা
এক গান এক সুর।


দুর্নীতি ঘৃনা করি তাই
চলো করি ভালো কাজ-
আদর্শ এক সমাজ হবে
থাকবেনা কোন দুর্নীতিবাজ।