আমি এবার ঠিক করেছি,
নীল আকাশে যাবো পরীর দেশে--
ফুলের সুভাস আর রঙ মাখিয়ে,
বাহারী প্রজাপতির বেসে।


মিষ্টি হাওয়ার পালকি নেবো,
সাদা মেঘের নিবো ভেলা--
আমি জ্যোৎস্না মাখা কিরণ নিবো,
গিয়ে চাঁদ তাঁরার মেলা।


আনবো এবার কোছড় ভরে,
চাঁদ তাঁর ঐ মধুর হাসি--
ফুল পরীর বাগান হতে,
আমি  ফুল তোলবো রাশি রাশি।


আমার তো পরীর সাথে মিতালী হবে,
রাখবো হাতে হাত--
প্রান খুলে বলবো কথা,
যখন আসবে ধরায় নিঝুম রাত।


হয়তো সাথে সঙ্গ দেবে,
ভিন্ন গ্রহের কোন ঝিঝির দল--
শিশির মেলে হাসির পাতায়,
জমবে হয়তো একটু জল।


আমি রাতের শেষে প্রভাতে আসবো,
হইয়া গগনের উজ্জল রবি--
ছন্দে মজার বলবো কথা,
হইয়া নবীন কল্পনার কবি।