আকাশ পাতাল সবাই কে নিয়ে,
চাই গো আমি বাচতে--
মনের কথা বলতে আর,
প্রানের সুখে হাসতে।


ফুল তুমি ফোটো গো,
দেখি মায়ার দৃষ্টিতে--
মেঘ তুমি জল ঢালো,
ভেজবো নিঝুম বৃষ্টিতে।


নদি তুমি বইয়ে যেতে,
শুনাও ঢেউএর কলতান--
পাখি তুমি মধুর সুরে
শুনাও আমায় গান।


রংধনুর সব রঙ মেখো,
আকাশ তোমার গায়--
আমি খুশির অবাক দৃষ্টিতে
থাকবো যে তাকায়।


পাহাড় তুমি বাহার বেসে
সাজো সবুজ ঘর--
চোখের সীমা হাড়িয়ে দাও
শোন ধু ধু মরু চর।


মাঠের শষ্য শ্যামল তুমি,
ফলো রাশি রাশি--
চুমু মেলে দেবো আমি
প্রানের সুখে হাসি।


আমি পৃথিবীতে বাচতে চাই
সব উন্নয়নের কাজে--
বন্ধু হয়ে থাকতে চাই
আমি সবার মাঝে।