চুম্বকের কাছে চৌম্বুক গেলে
কাছে টেনেই নেবে--
তোমার কাছে ভিক্ষুখ গেলে
বলো তুমি কি দেবে?


লোকে বলে ভিক্ষুখরা
অলস,লোভির জাত--
আমি ভাবি  স্বাদে কি তারা
মানুষে সামনে পেতে হাত।


সেদিনও দেখিলাম স্কুলের বারান্দায়
এক লোক শুয়ে আছে--
স্ত্রী হায় গেছে মারা তার
ছেলে দুটি নেই কাছে।


সারা জীবন রোজগার করে
বড় করেছে দুই সন্তান--
স্ত্রী এর মৃতুর সাথে সংসার
হয়ে গেছে খান খান।


বৃদ্ধা কালে করতে পাড়ে না
কাজ আগের মত--
সন্তান সম্পদ করেছে ভাগ
লাগে হায় যার যত।


সমাজে ছিলেন সন্মানি লোক
ছিলো বাড়ি ধন কড়ি--
সব কিছু লোঠিয়ে নিয়ে
গেছে আজ হায় ছাড়ি।


ক্ষিদায় কাতর বাসাহীন হায়
দুঃখ চাপা বুকে--
ক্ষিদা যে মানে না বারণ
অন্ন চাইবে কোন মুখে।


আর কতক্ষন সহ্য করিবে
ক্ষুদার এমন জ্বালা--
সেওতো বাছিতে চায় ভবে
যত ধরতে হোক থালা।


এমন কিছু নিরব ঘঠনায়
অনেক লোকেই শিকার--
তাদের তরে কোথায় গোলো
সেই মৌলিক অধিকার।


এমন অসহায় কোন দিন
সামনে হাজির হলে--
দোহাই তারিয়ে দিওনা
'মাফ করো'কথা বলে।