যথ আছে দুঃখ বেদনা
রেখেছি আমি বুকে-
বুকের ভিতর সেই চাপা আগুন
জ্বলে হায় ধীকে ধীকে।


ইচ্ছে জাগে ছড়াই দেই
বুকের সব জ্বালা-
সবাই মিলে এক সাথে
গাথী সুখের মালা।


সুখ দুঃখ যদি সবার মাঝে
করা যেত ভাগাভাগি-
ধরনী আরো সুন্দর হইতো
লোকে হইতো আরো অনুরাগি।


কিন্তু কাউকে বলিনা আমি
আমার দুঃখের কথা-
যা আছে দুঃখ বেদনা
সবি হ্রদয়ে গাথা।


দুঃখ বটে যেন দুর্ববলতা
যদি করি তা ফাসঁ-
জনের সামনে হই হেয়ো
পাই শুধু উপহাস।


তাই গোপনে রয় দুঃখের কথা
বলা হয়না কারো কাছে-
কষ্টের ভুবন বুকে নিয়ে
আমার জীবন বাচে।