কোকিল এসে বসলে চালে
কত খুশি তোর লাগে;
কোকিলের সাথে ডাকিতে কুহু
কতই ইচ্ছা জাগে।


আর কিছুক্ষন থাকনা সেথায়
ভালো লাগে তার গান;
বাসনা প্রাণে,কন্ঠে যদি
ঐ স্বর করতো দান।


কোকিলের যাওয়ায় খারাপ লাগে
মনটা হয় তোর ভার;
বলো কেমন লাগে?কাক এসে
শুনালে স্বর তার।


সেওতো পাখি দোলায় সুর
তার কন্ঠে কা-কা;
বলো হে মানব ,তা শুনে
কেন জ্বলে তোর গা।


কেন বা তীর দিয়ে কাক কে
করতে চাও তাড়া;
কেন হে,কোকিলের স্বরে
হও খুশিতে আত্মহাড়া।


'শর্ত' যদি  মানতে পারো
দুটিই সুন্দর পাখি;
হবে হর্ষময় তোমার জীবন
ভবে সুন্দর দেখবে আখিঁ।