গ্রীষ্ম এলে রোদের তাপে
ঘাম ঝড়ে ব্যাকুল,
একটু খানি ছায়া পেলে
বেশ মনটা যে আকুল।


রাস্তা কাদা হয়ে হাঁদা
বর্ষা যখন আসে,
মাঠে, ঘাটে, সব মিলিয়ে
বন্যা জলে ভাসে।


শরৎ হাসে কাশফুলেতে
সাদা মেঘের ভেলায়,
হেমন্ত বেশ খুশি আনে
সে নবান্নের খেলায়।


শীতের কাঁপন ব্যাথা দুঃখীর
মিষ্টি রসের গন্ধ,
বসন্ত যে রুপের রানী
ফুলের রুপে ছন্দ।


বাংলাদেশের ছয়টি ঋতু
আজকে কোথায় পাই,
মনের টানে সবুজ বনে
দিক হারিয়ে যাই।