বিদ্রোহী তুমি বীর প্রতিবাদকারী
তোমার লুন্ঠন মন্থন করে ভন্ড যাক দুনিয়া ছাড়ি!
তুমি বিদ্রোহী তুমি বীর।


তুমি পারবে বাধা ভাঙতে ওই লৌহ প্রাচীর শানতে;
তুমি দুর্বার,তুমি শক্তি,তুমি নিঃসংশয় এই জগৎ বারীর,
তুমি বিদ্রোহী, তুমি বীর।


আকাশ কাঁপিয়ে করো ধ্বংস,
সব জালিম-শাহীর বংশ;
মৃত্যু শিকল বাধ ভেঙে সব রাঙাও ভুবন আবির
তুমি বিদ্রোহী, তুমি বীর।


অন্যায় আর অবিচারে নিঃসৃত হোক শঙ্কা;
মৃত্যুকে আর পরোয়া করি না নাইকো বুকে ডঙ্কা
ছন্দে মাতাল অগ্নিশিখা
বুকে লেগেছি তীর;
তুমি বিদ্রোহী, তুমি বীর।


শাসন-শোষণ ছন্নছাড়া ধর্মের নেশায় উন্মাদ
নির্মম হোক,অবিচার আর সংশয়ে অপবাদ;
তুমি বিষাক্ত কুণ্ডলী বঙ্গজয়ী শির,
তুমি বিদ্রোহী, তুমি বীর।