দিনে দিনে শ্রদ্ধার্হ পরাগায়নের বারীশ যত,
মিছে রঙে সাধ্য তব জানোয়ার'র মত।
অতল সমুদ্র বক্ষ উত্তপ্ত বালুকাবেলায় সাড়া,
বৃক্ষ আজি ক্রোধ বাঁকে উগ্র শিকড় গগন পাড়া।
রবি শশী জোড় দায়ে মিলল রণ রক্ত জোয়ার,
পুষ্পমাল্য সাজলে সেথা সভ্যতাহীন বারংবার।
সাক্ষ্য যদি কার্পণ্য মুদলে নিয়ম মাকাল সং,
হারায়ে কাল সত্যতা ভুল জ্বলবে সে তরঙ্গ ঢং।
ঋতুর আবেশ হারায় তথা জলবায়ুর বিরম্বনায়,
সকল ভালো ধ্বিক্কার মিলে অশুভের শত মেলায়।
সে দিন আর নয়তো বাকি মহাপুরুষ কল্যাণবর,
মহাদিবস লন্ঠনে সব ধ্বংস যজ্ঞ মিলে চরাচর।