গল্পটা তো সেখানেই শেষ।
তবে এরপরেও হয়তোবা কোনদিন দেখা হবে
কোন শহরের চৌপথিতে
হয়তোবা রাস্তা পার হতে গিয়ে,
কিংবা দেখা হয়ে যেতে পারে
একই কর্মস্থানে।
হতেও পারে।


আরো অনেকবার দেখা হতে পারে।
তবে হবে না কথা বলার এই ইচ্ছে টা,
থাকবে না কোনো ভালো লাগাও।
হয়তো কথাও হবে না,
হলেও হয়তো সেই ভাষাতে
আর আসবে না আজকের কোনো আবেগ।


অনেকবার চোখে চোখ পড়তে পারে।
তবে সেই চোখাচোখিতে হয়তো
থাকবে না কোনো অনুভূতি,
আসবে না কোনো প্রেম।


আবার হয়তো কোনো ভিড়ে ধাক্কা লাগতে পারে।
তখন অনিচ্ছা সত্বেও একবার তাকিয়ে,
হয়তো শুধু একটা সরি বলে
দুজনেই যাবো দূরে সরে।


সেই দূরে সরে যাওয়াতে, হয়তো
থাকবে না একবিন্দুও বিরহের চিহ্ন
কারণ,
গল্পটা তো আগেই শেষ।


তখনো আকাশে সূর্য উঠবে, আলো দেবে
তারপর, বিকেলে অলস হয়ে
হেলান দেবে ওই নারকেল গাছটির গায়ে।


তখনো পাখিরা গান ধরবে
ডানা মেলে ছুটবে দিগন্তের পানে।
আবার ফিরে আসবে
সন্ধ্যের আগে।


তখনো ফুটবে গোলাপ, টগর
বিকেলে বইবে মিঠেল হওয়া।
তখনো শোনা যাবে ঝর্নার শব্দ,
থাকবে নদী আর সাগরের অফুরন্ত ভালোবাসা।


তখনো থাকবে তুমি,
হয়তো আমিও থাকবো এই পৃথিবীতে।
হতে পারে বুকে একরাশ যন্ত্রনা নিয়ে,
আবার এও হতে পারে -
সমস্ত স্মৃতি দিয়েছি ফেলে
সময়ের যাঁতাকলে,
হয়তো সব বিলীন হয়ে যাবে ততদিনে
হয়তো তাদের আর কোনো প্রয়োজন নেই
কারণ,
গল্পটা তো শেষ হয়েছে অনেক আগেই।