ওরে আমার অবুঝ মন,
একবার কথাটি শোন।
দোষ-ভুল দেখিয়ে দিলে,
তোকে যে খারাপ বলে।
ভুল-অপরাধ না করে,
মানুষের গাল খেয়ে-
কে থাকতে চায় বল্।
ওরে আমার অবুঝ মন,
একবার কথাটি শোন।
সুখ-বেদনা ঘিরে রাখে,
মোদের এই জীবনটাকে।
এই কথাটির আসল মূল-
যদি না হয় ভুল,
এগিয়ে চল্ এগিয়ে থাক্,
বাধা আসে আসুক।
বাধা পেরোনো তোর ধর্ম,
কর্ তুই তোর কর্ম।
আমি সব পারব বল্,
বিপদ যতই করুক ছল।
তুই প্রাণ খুলে হাস,
বল্ কি করতে চাস!
যেমনটি তুই চাবি,
তেমনই ঠিক পাইবি,
যদি করিস দাবি।
নিজের দাবি নিজের মনে,
রাখবি অতি সম্মানে।
ওরে আমার অবুঝ মন,
এবার তো কথাটি শোন।