মোর ভুবন কাঁপিয়া আকাশ ভেদিয়া,
আসিতেছে গুরুগুরু শিলাশব্দ।
কৌশল বুনিয়া বজ্রশিখা জ্বালিয়া-
ছিনিয়া নিবার চায় সকল নিস্তব্ধ।


মুন্ডু ছিঁড়িতে তেড়ে আসে বীর কর্নের বাণ।
কিসের লাগি?কিসের লাগি তুমি করো আহ্বান?


যজ্ঞ ছাড়িয়া বসিছিনু চক্ষু বাধিয়া,
দেখি তবে হাজারো স্বপনের মেলা।
উঠিনু জাগিয়া সকল রেশ মুছিয়া,
বুঝিবার আগে শুনিনু, সমাপ্ত হয়েছে খেলা।


অশ্রুধারা বয়,ভেসে আসে অজানা গান।
কিসের লাগি? কিসের লাগি ওহে করো আহ্বান?