অন্তরে যাহাই আসে
লিখিবার চাই তাহাই,
হৃদয়ের কথা জেনে।
কবিতা নয়, কবি হওয়া নয়,
একান্তে হৃদয়ের কথা লিখিবার চাই।
প্রকাশিত রূপ দিতে চাই,
প্রতিটি অনুভূতির, প্রতিটি ছোটো ছোটো ভাবনাকে।
আমার ভাষায়, আমার মতো করে।
বিশ্বাস করো,আমার জানা নাই
কবিতা কারে কয়,কবিতা কত প্রকারই বা হয়।
আমি শুধু চাই নিজেরে লিখিতে,
আমারই কলমে কোনো এক ছন্দে।
আমি শুধু চাই নিজেরে খুঁজিতে,
আমারই মধ্যে কোনো এক রূপে।
বোঝাপড়া নাই, কোনো ছন্দ খোঁজা নাই,
লিখে যেতে চাই নিজেরে, নিজেরই অজানা ছন্দে।
আর অনুভব করি একটা আনন্দের অনুভূতি,প্রশান্তি।
হারিয়ে ফেলি, জমে থাকা সব একাকীত্ব।
তাই আমি লিখতে ভালোবাসি-
অন্তরের কথা, হৃদয়ের ব্যথা ভাবনা।
খুব,খুব ভালোবাসি।


    
তারিখ- 30 April,2022
সময়- 6 pm