প্রেম চাই,প্রেম।


তবে কোথায় পাবো তাকে?
প্রেমের বাজারে টাকা দিয়ে?
নাকি নারীর শরীরে
রূপের সৌন্দর্যে।


সমাজ কি প্রেম ধার দেবে?
যদি বলো মোটা সুদ পাবে।
দেবতারে  ঘুষ দিলে,
সে কি তোমায় প্রেম এনে দেবে?


দিতে পারবে?
না বন্ধু, না পারবে না।


তুমি কোথায় প্রেম খুঁজছো?
প্রেম খোঁজো হৃদয়ে, অনুভূতিতে,
প্রেম পাবে সকল সুন্দরেতে।


প্রেম আছে সকল হৃদয় মাঝে।
যত অসুন্দর,সুন্দর করে তোলো তারে,
জাগিয়ে তোলো সকল প্রেমিক প্রেমিকারে।


যে তোমায় আঘাত দিয়েছে,
মনে করে তাকেও প্রেম দাও,
কাছে টেনে ভালোবাসা দাও।

প্রেম দাও প্রেম নাও,
একে অপরে প্রেমের বিনিময় ঘটুক,
প্রেমের বন্যা আসুক।


প্রেমের বন্যায় প্লাবিত হোক -
গোটা সমাজ,গোটা বিশ্ব।
ভেসে যাক, সকল হিংসা,অন্ধকার,যত দুঃখ।


আমি প্রেম চাই,ভালোবাসা চাই।
আমি চাই সকল হৃদয়ে জেগে উঠুক
প্রেম,বাজুক প্রেমের গান।


আমি প্রেম চাই,প্রেম।


লেখার তারিখ - 02 Jun, 2022
সময় - দুপুর 1 টা