হে মহান শ্রমিক গোষ্ঠী........!
কোথায় তোমাদের নাম-ডাক?
তোমাদের জোগানো অন্ন খেয়ে,
বাকি বিশ্ব বেঁচে আছে।
তোমরাই আছ জমিতে, কেউ খনিতে।
তোমাদের জীবন কেন ভরা ধারদেনাতে?
তোমাদের কর্মে, তোমাদের গুণে,
উন্নতি হচ্ছে এই বিশ্বজগতে।
তবু কেন তোমারা সমাজে ঘৃণিত?
কেন তোমারা হচ্ছ অপমানিত?
তোমাদের কেউ বোঝেনা, শোনে না,
তোমরা জগতের কাছে হয়েছ অচেনা।
তোমরা শ্রমিক, তোমরাই মহান!
তাই তোমাদের করি প্রণাম।।