তুমি আমার অন্তরের রবি,
তুমি জীবনপটে করেছ মোরে কবি,
তোমারই ছায়ায় বিস্তৃত সারাখণ,
তুমি প্রতিটি ক্ষণ জীবনের ছবি।


তোমার গানে সেই মেঠো সুর,
তোমার সুরে বাজে যে নুপুর,
এসরাজ আর মিষ্টি বাঁশির মোহে,
মন ভেসে যায় দূর কতদূর।


তুমি কৈশোরের কবিতার কথা,
তুমি যৌবনের প্রেমগাথা,
তুমি সংসারের প্রতিটি পরতে,
তুমি বার্ধক্যের মিষ্টি ব্যথা।


তুমি সুখ দুঃখের গান,
তুমি  স্পর্শ করো মোর প্রাণ,
তোমার কলমে সবারই জীবনকথা,
তোমারই সুরে জীবনেরই জয়গান।।