স্নানঘরের আয়নায় জমে থাকা কুয়াশা,
তোমার শরীরের গোপন আকাঙ্ক্ষার মতো
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারপাশে।
জলের উষ্ণ ধারা ঝরে পড়ে,
যেন চেরাপুঞ্জির বৃষ্টিমগ্ন সন্ধ্যা,
আমার আঙুল ছুঁয়ে দেয়
তোমার ত্বকের মসৃণ ঢেউ।

তেল শ্যাম্পুর নরম ঘ্রাণে
তোমার চুলের গভীরে হারিয়ে যাই,
বাষ্পরুদ্ধ বাতাসে ফিসফিসিয়ে ওঠে
আমাদের ভালোবাসার অজস্র অনুরণন।
পাহাড়ের চূড়ায় যেভাবে মেঘের বাসা,
সেভাবে তোমার উষ্ণতার আশ্রয়ে
আমি খুঁজে পাই আমার ভোরের আলো।

আলতো করে নামি তোমার ঘাড়ের খাঁজ বেয়ে,
প্রবাহিত হই নদীর মতো গভীর রাতে,
ভালোবাসা মেলে তার আদিম ডানা,
সীমাহীন কামনার ছোঁয়ায়
বসন্ত হয়ে ফোটে আমাদের একান্ত সময়।

এখানে হৃদয়ের গোপন ব্যথা,
সুখ আর তৃষ্ণার মিলনবিন্দু,
যেখানে আমরা হারিয়ে যাই—
শুধু আমি আর তুমি,
এ বাষ্পমগ্ন ভালোবাসার আকাশে।।