ঝড়ের সাথে লড়াই করে,
হারালাম সেই বৃষ্টিকে,
ঝড়ের সাথেই লড়তে লড়তে,
পেলাম হারানো বৃষ্টিকে।


পুরোনো চোখে নতুন রূপে,
বৃষ্টি নেমে আসে বুকে,
হয়তো বদলেছে উঠোন,
দরজার ফাঁকে দেখি বৃষ্টিকে।


আলো আঁধার এর পানে
শূন্যে জমে  সময়ের মেঘ,
সময়ের ইশারায় একটু পাওয়া
ওই আদ ভেজা ওই বৃষ্টিকে।


বজ্রনাদ ধ্বনিত মেঘেদের স্বরে,
ভেসেছে মেঘ রাশি রাশি,
ঝড়ের মাঝে ঝুঝতে গিয়ে,
আবার হারাবো কি বৃষ্টিকে??