চল ঘুরে আসি একটিবার,
তোর সাথে ঐ পোড়ামাটির পথে।
চল বৃষ্টিতে ভিজি বারবার,
তোর সাথে নিভৃতে।।


চল করি লুকোচুরি,
সাদা মেঘ আর সবুজের প্রান্তরে।
চল ওড়াই কত মনের ঘুড়ি,
ভোকাট্টা কোথায় ঘুরে মরে!!


চল শিউলীতে ভরি ডালি,
যেন ঘাসে শিশির ভেজা প্রাণ।
চল গাইবো আজ খালি,
ঐ মেঠো সুর আর আগমনী গান।।


চল হিমেল চাদরে ঢাকি,
আর খাই নানান পিঠে পুলি।
চল ফাগুন রং মাখি,
তোর জন্য মনের দরজা খুলি।।


চল  মান অভিমান ভুলে,
ফিরে চলি হাসিখুশির ক্ষনে।
চল বিদ্বেষের চাদর খুলে,
গান বাঁধি আজ একই সনে।