হাজারো স্বপ্ন বুকে নিয়ে,
রঙিন কুঁড়ি হয়ে ওঠা,
সবুজের হাত ধরে।
বৃষ্টিতে স্নান করে,
আবেসময় ক্ষন।
ইতি উতি পাখির গুঞ্জন,
আমি পাপড়ি মেলি
তোমায় দেখে ভ্রমর!
তোমায় ভালবেসে।
সমর্পিত করেছিলেম,
আমার সকল নির্যাস।
মনেপ্রাণে উন্মুক্ত করেছিলেম
আমার সকল ভালোবাসার দ্বার।
আমার দেহে তখন
আগামী সপ্নেরা
বাঁধছে বাসা।
আনন্দে ছিলেম বসে,
মন আরও স্বপ্নময়।
কিন্তু জানতামনা,
তুমি বিশ্বাসঘাতক!
তুমি হুল ফুটিয়েছো,
আমার অন্তর আত্মায়।
তুমি ভালোবাসার অছিলায়,
খেলেছো কত কুঁড়ির সাথে।
যেদিন তোমায় অন্য ফুলের
মধু খেতে দেখলাম,
বুঝলাম! তোমার কিসের
এত্ত আকর্ষণ!
ভ্ৰমর, তুমি শুধু
মধুর আস্বাদন
করতে জানো!
রূপের মোহে,
ফুলে ফুলে ঘোরো।
তুমি আমার ভালোবাসা,
কোনোদিন বোঝোইনি।
আজ লজ্জায় ঘেন্নায়,
আমি ঝোরে পড়েছি
মাটির ওপর।
আমার অন্তরে তোমার
দেওয়া উপহার নিয়ে।
০৮/১২/২০১৭