আচ্ছা! সেই সকাল মনে আছে?
যেদিন অবাক করা নানান গল্পেরা,
পসরা সাজিয়ে বোসতো!


মনে আছে সেই বেলা ?
যেথায় গাছের ডালপালা বেয়ে,
কল্পণারা ফিরে পেতো প্রাণ!


মনে আছে সেই মেঠো পথ?
কাঁধে কাঁধ রেখে,
হেঁটে চলা কতো ক্ষণ।


সেই জুঁই টগরের বন, আছে মনে?
যেথা ভিড় করেছিল,
স্বপ্ন দেখার ইচ্ছেরা।


সেই কালবোশেখীর দিন আছে মনে?
যেদিন ঝোড়ো হাওয়ায়,
পথ হারিয়েছিলো ইচ্ছেরা।


সেই নুতন বছরের ভোর মনে আছে?
যেদিন ইচ্ছেরা ফিরেছিলো আশায়,
অটুট স্বপ্ন-বাঁধার স্বপ্ন নিয়ে।