বুদ্ধি করে লড়ছিলি ভাই দেশের লোকের তরে
যেইনা পেলি নরম বালিশ, লুটলি দুহাত ভরে।
মুনাফা লোটার কাজে, করলি কত নরবলি
কি এমন বুদ্ধিরে তোর, এখন গায়ে নামাবলি?
খুড়োর কল দেখিয়ে করলি সবারে বিভ্রম
বুদ্ধি যখন হাঁটুতে এলো হারালি সম্ভ্রম!
আমরা অতি মূর্খ ওরে, হইনিকো স্বার্থপর
আর তোর বুদ্ধি ভাঙবে দেশের কলেবর।
তোর মাথা হতে করল কে আজ এতো বুদ্ধির চুরি!
যে কারনে তোর অস্তিত্তের আর কেউ করে নাকো জারিজুরি?