যাস কোথা তুই এ আঁধারে?
আঁধার রাতে দিস আলো
দিস আশার ঠিকানা।


চারিদিকে উড়ে মরিস
পাসনা কোথাও স্থান
জোটে বঞ্চনা আর লাঞ্ছনা।

রাতের আকাশে
থাকে বটে লক্ষ
তারাদের মেলা।


তোকে কাছে পাই
এই কুঁড়েঘরে
দেখি শুধু আলোর খেলা।


ওই যে দূরে জ্বলে
অট্টালিকার বিজলি বাতি
সেতো অর্থ দিয়ে কেনা!


তুই যে ভরাস আঁধার ভুবন
নিঃস্বার্থ হয়ে
চেপে কত বেদনা!


সান্ধ্য প্রদীপ
নিভবে আবার
কালিতে ভরবে দালান।  


পাখিরা তোকে গাঁথে ঘরে
তবু মরার আগে রেখে যাস
এক আলোর বাগান ।