সেই ছোটবেলার কথা, আজ ভীষণ মনে পড়ে
মনে পড়ে, ছিলেম খুবই দুষ্টু।
মা বলতেন, “ওরে! কবে শান্ত হবি বলতো খোকা?”
হেসে বলতাম, “কক্ষনো না”!
‘মা’ দেখো ! খোকা তোমার আজ শান্ত,
তোমার খোকা আর নয় দুষ্টু, সে আজ বানভাসি,
আজ সে অভিনয় করে বেঁচে থাকার,
ভালো থাকার অভিনয়, হাসির অভিনয়।
মনের সকল গ্লানি, ভালোবাসা সবকিছু,
ঢেকে রাখে মিথ্যে হাসির অলংকারে ।।
যেদিন হোলেম শান্ত ,
হাতের মুঠো থেকে দেখি!
রঙিন স্বপ্নগুলো গেছে উবে।
‘মা’-গো আমি আজও শান্ত,
হয়তো এভাবেই ঘটবে আমার চিরসমাপ্তি।
তবু মনটা কেন আজও চায়? হয়তো একদিন!
আমার শান্ত কবরের পরে,
সে রেখে যাবে, একটা লাল গোলাপ।।