আচ্ছা বলতো কেন লড়ছি ?
জাতটাতো সেই মানুষই!
রক্তটা তো এক!
মারছি কেন একে অপরে?
মরছি কেন বারেবারে?


ঐ যে মুষ্টিমেয় জন্তুগুলো
বাঘতো নয়, সে আস্ত হুলো!
ছল চাতুরীর আঁচড় কেটে
চুরি করে মানুষেরই ভাগ্য,
আগলে রাখা শিকে থেকে!


আদর দিয়ে করলি যারে বড়
দুধ দিলি, দিলি ভাত
খেতে দিলি মাছ!
এবার তুই লক্ষ্মী সামলে
জেগে উঠে বাঁচ!


মা ষষ্টির কয়টি বাহন
পেট ফুলিয়ে আরামে শুতো,  
যখন ওরা তাড়া খেয়ে  
মালকিনকে মারবে গুঁতো ।


সেদিন তুই মা ষষ্টি
দুক্ষু পাবি, পাবি কতো সাজা,
পড়বেনা ফুল আর তোর গায়
করবেনা কেউ পুজা।


মানুষ যেদিন সরব হবে
ওঠাবে মাথা উচ্চে যবে,
উঠবে নূতন ভোর
ঝড় উঠছে মা ষষ্টির
সিংহাসনেরই ওপর।