সময়ের স্রোতে বহমান আমি-তুমি,
সময় যেন মুঠো হতে বেরিয়ে চলেছে একটু একটু করে,
একটু একটু করে আমি-তুমি এগিয়ে চলেছি শেষ সীমানায়,
ফিরে দেখি আমি-তুমি ঠিক যেন কচি কাঁচাদের ভিড়ে মিশে আছি,
সেই চাওয়া পাওয়ার দিন, নীল দিগন্তে নিজেকে হারিয়ে ফেলা,  
ভালবাসার কম্পিত মুহূর্ত,আর কাছে পাওয়ার দিন,
কত বলা- না বলা আর রাগ অনুরাগের কথা,
জীবনের লড়াই এ আমাদের চড়াই উতরাই,
সুখে দুখে মাখামাখি ফেলে আসা স্মৃতি আজও আছে,
শুধু তাকে আর যেন পারিনা স্পর্শ করতে।
তুমি-আমি আছি এখনও, নুতন দের আগমনে,  
ওদের চোখে দেখেছি কতো স্বপ্নের ভিড়...
স্বপ্ন গড়ার, নব অধ্যায় রচনার বাসনা ঠিক আমাদের মত!  
বদলেছে সময়, বদলেছে তোমার আমার আকাশের রঙ
ভরেছে ধূসর ধুলায়, রয়েছে পর্দার আড়ালে অনেক রঙিন স্মৃতি।  
রেখে যাবো ভালবাসা, নিয়ে যাবো এক ফোঁটা চোখের জল।
হয়ত মুছে গিয়ে আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে, আমি-তুমি।।