বিদগ্ধ জীবনের নিকষ আঁধারে,
কখন যে ঘুম এসে গেছিলো কে জানে?
দুমড়ে মুচড়ে পড়া মনের ভেতর যেন
একটা বসন্তের চোরা স্রোত বয়ে গেলো।
অনুভব করলাম, একটা কোমল উষ্ণ স্পর্শ!
ধীরে ধীরে চোখ খুলতে দেখি, একি তুমি??
একদিন কোন অজানা ব্যথায় রেখেছিলাম
তোমায় আমার থেকে অনেক দূরে।।
তবুও হাসি মুখে আমায় টেনে নিলে
সহসা তোমারই বুকের মাঝে।
আজ তোমার বুকের মাঝে শান্তি মাখা পরশে,
নিজের হারানো স্বপ্নদের পেলাম ফিরে।
সারা রাত তুমি আমার চোখে রঙিন স্বপ্ন এঁকেছ,
রঙিন তুলির রঙ বেরঙে ভালোবাসা ডানা মিলে উড়েছে,
রঙিন ক্ষণেদের, রঙিন আশাদের রসদে ভরে উঠল বুকের ভেতর।
হঠাৎ পাশে দেখি,
তুমি নেই!!
ওই দূরে লাল সূর্যটা আমায় তাকিয়ে,
ততক্ষন যেন হেসে চলেছে।।