কত কথা কাটাকাটি,
কত অবসাদ আর
কত কিছুর মাঝে।
সে আজ অনেক,
অনেক... বড় হয়ে গেছে।
হরেক রঙা ব্যাগটা আজ
কোথায় যেন হারিয়ে গেছে।
নীল আবরণে, হলুদ ফুলের মাঝে
কোথায় যেনো ধোঁয়াশা আজ সে।
মন্দিরের পুজোর ডালিতে
কতবার চরণে ঠাঁই পাওয়া
স্বপ্নের ফুলগুলো আজ,
রক্তশূন্য।
অন্ধকারে নিয়নের তলে,
দুচোখে চিকচিক করা চোখ
আজ শুকনো মরুভূমি।
অলি গলি মাঝে বসন্তরা আজও
ঘুরে ফিরে কত নাম নিয়ে।
কেউ যায় শুকিয়ে ,
আর কেউ বাঁধে ঘর।।