গন্তব্যের ঠিক নেই—
তবু উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলি,
ইথারে ভেসে আসা এলোমেলো সুরের
উৎস বিন্দু খুঁজে খুঁজে।
প্রকট তিতকুটে গন্ধ ছুঁয়ে যায় নাক,
বুঝতে পারি আস্ত এক নোনতা সমুদ্র
গিলে ফেলেছে কেউ— আশেপাশেই।
ভুল করে ফেলি আবারও—
আধো আলো ছায়াতে স্পষ্ট টের পাই
মরিচীকা র মতো পিছু ছুটে চলা
এ আর কেউ নয়, আমারই ছায়া।
আলো তে তার ভয়—
চারদিকে চোখ বুলিয়ে বুঝে নিলাম,
কালো মসৃণ কাপড়ে আগাগোড়া ঢাকা।
ক্রমশঃ চোরাবালিতে আটকে যাচ্ছি ।
অক্টোপাসের মতো চারপাশ টা,
শূন্যতা ঘিরে ফেলেছে আমায় ।