দিনান্তে হিসেবের খাতা খুলে
তৃপ্তির ঢেকুর তুলে, নিত্য দিনের অভ্যেস
এইতো বেশ আছি- চেষ্টাতেও সফল ,
গোপন অলিন্দে সুখপাখী পরাভূত
অধরা, অস্পৃশ্যা নামেই কলঙ্কিত
একবার মটকে খাঁচায় বন্দী করার পর
সে-ই আমার ইচ্ছেয় পরাধীন।
বিশ্বাসের ভিত্তি বড় পোক্ত,
অন্তহীন ছুটে চলায় নেই ক্লান্তি
ছটফটিয়ে করুণ আর্তি,
জলন্ত চোখে হুঁশিয়ারি —
মওকা পেলেই ছুট দেব, একদম —
ধরা ছোঁয়ার বাইরে,
ধরা দেবে হয়ত —
কোন দিবা স্বপ্নে, অথবা ত্রাহি ত্রাহি করে
তৃষ্ণার্ত বুক ফেটে যাবার প্রাক্কালে।